চীনের প্রায় ১১০ কোটি নাগরিক ইন্টারনেট সেবার আওতায় এসেছে বলে জানিয়েছে দেশটির ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার।
বৃহস্পতিবার (আগস্ট ২৯) চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার বিষয়টি নিশ্চিত করে।
প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত ১১০ কোটি নেটিজেন রেকর্ড করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৭ দশমিক ৪২ মিলিয়ন নেটিজেন বৃদ্ধি পেয়েছে।
এছাড়া মোবাইল পেমেন্ট পরিষেবাগুলো ক্রমাগতভাবে তাদের সেবার মান বৃদ্ধি করেছে। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ মিলিয়নেরও বেশি ইনবাউন্ড ট্রাভেলার মোবাইল পেমেন্ট পরিষেবা ব্যবহার করেছে। প্রথম ছয় মাসে পর্যটকরা ৯০ মিলিয়নেরও বেশি লেনদেন করেছে, যার মোট মূল্য ১৪ বিলিয়ন ইউয়ান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন নেটিজেনদের ৪৯ শতাংশই তরুণ। ৫০ থেকে ৬০ বছরের উপরের বয়সে যথাক্রমে ১৫.২ শতাংশ এবং ২০.৮ শতাংশ ছিলেন। ৩৭ শতাংশেরও বেশি নতুন ইন্টারনেট ব্যবহারকারী শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে আসেন।