সুপারশপগুলোর পর এবার কাঁচাবাজারেও শুক্রবার (১ নভেম্বর) থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে, পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বলে তারা মন্তব্য করেছেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সমন্বয়কারী লিংকন গায়েন জানান, পলিথিন পরিবেশ, খাল-বিল ও মাটির জন্য মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধ হওয়া দরকার। তবে বাজারে এখনো কার্যকর বিকল্প সামগ্রী না আসায় সাধারণ মানুষ এখনও প্রস্তুত হয়ে উঠতে পারেনি।
তিনি পরামর্শ দেন, শুরুতেই কাঁচাবাজার নয়, বরং পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে সচেতনতা গড়ে তুলতে হবে।
দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও প্রায় দুই দশক ধরে নজরদারির অভাবে সাধারণ মানুষের মাঝে এই নিষেধাজ্ঞার প্রভাব ম্লান হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাজারে পর্যাপ্ত বিকল্প সরবরাহ এবং জনগণের সচেতনতা বাড়ানো গেলে এই উদ্যোগটি সফল হতে পারে।
এসএটি/আরএইচ