
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সদ্য যোগদানকারী চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সকলের সমন্বিত প্রচেষ্টায় ঢেলে সাজানো হবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকলের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ তথা সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম এর মাধ্যমে পরিচালিত হয়েছে,যে বিষয়গুলো পর্যায়ক্রমে বেড়িয়ে আসছে। এক্ষেত্রে আমি মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা
বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় শুরু করেছি, তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিচ্ছি এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যোগদানের পর থেকে এখানকার কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সার্বক্ষণিক মতবিনিময়ের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং কিভাবে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা যায়, সে ব্যাপারে আলোচনা করে পদক্ষেপ নিচ্ছি, এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অভিভাবকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য কি করনীয় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে পরবর্তী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি করা হবে। এরাই মূলত মাদ্রাসা পরিচালনার দায়িত্বে থাকবেন।
আমার প্রত্যাশা থাকবে এরা সকলেই মাদ্রাসার স্বার্থ সংরক্ষণসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, ন্যায় নিষ্ঠা, শৃঙ্খলা, নিয়মাবর্তিতা ও সুশিক্ষা প্রতিষ্ঠা করতে চাই। এজন্য এর সাথে সংশ্লিষ্ট সর্ব মহলে সহযোগিতা প্রয়োজন।