রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গিয়ে আগামীকালও অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার পর সড়ক ছাড়েন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে তারা অবরোধে নামবেন।
আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এরআগে, আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়।
এসএটি/জেডএম