সেকান্দর আলী (ময়মনসিংহ)
পৌষের শুরুতেই তীব্র শীত।ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা ঘনিয়ে রাত হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা বেড়ে যায়। শীতে সবচেয়ে কষ্ট ভোগ করতে হয় নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূলের মানুষেরা। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় শী তার্ত মানুষের জন্য শীত বস্ত্রের বরাদ্দ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ রাত ১১ ঘটিকা হতে শুরু করে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং বলাশপুর আবাসন সহ আশেপাশের সড়কের পাশে ও বস্তিতে বসবাসকারী নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।
তিনি বলেন, পৌষ মাসের শুরুতেই তীব্র শীত দেখা দিয়েছে। বিভিন্ন অসহায় ও ছিন্নমূল মানুষেরা তীব্র শীতের দুর্ভোগে অনেক কষ্ট করছে এই চিন্তা মাথায় রেখেই রাত্রে বেরিয়ে পড়ি শীতের বস্ত্র নিয়ে।
আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব অনন্তপক্ষে এই তীব্র শীতে সাধারণ মানুষ যাতে কোন ধরনের দুর্ভোগে না থাকে। আমরা সবার সহযোগিতা চাই এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।
শীত কম্বল বিতরণের সময় ছাত্র প্রতিনিধিগণও উপস্থিত হয়ে কম্বল বিতরন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।