সেকান্দর আলী ( স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম বৃহস্পতিবার ১৭/০৪/২৫ তারিখে হালুয়াঘাট উপজেলা পরিদর্শন করেন।
তিনি হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদ, হালুয়াঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও হালুয়াঘাট পৌরসভা পরিদর্শন করেন।
দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তিনি হালুয়াঘাট শহিদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল এবং শিক্ষক কোয়ার্টার উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জনাব আলীনূর খান, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ এবং জনাব জান্নাত, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট উপস্থিত ছিলেন।