ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫ রোহিঙ্গা কে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
জানা যায়, অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ অদ্য ২৭/০৯/২০২৩ ইং তারিখ বেলা ০৪:১৫ ঘটিকার সময় ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয়ে ১। মোঃ আব্দুর রহমান (২০),পিতা-মোঃ কলিমুল্লাহ, মাতা-আমেনা
টেকখালী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার,
২। মোঃ এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক্যাম্প -১২, কক্সবাজার,
৩। মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম,
টেকখালী ক্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার,
৪। মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার,
৫। মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ,
মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক্যাম্প -২৭, টেকনাফ, কক্সবাজারগন সহ বাংলাদেশী নাগরিক ১। মোঃ সিয়াম (২০), পিতা- মোঃ হাছেন আলী, মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর,
২। মোঃ সিরাজুল (১৯), পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, ৩। মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, সর্ব জেলা- টাঙ্গাইল গন দের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। তারা কার মাধ্যমে এখানে এসেছে কিংবা কারা তাদেরকে কে নিয়ে এসেছে, এ সংক্রান্তে কোন তথ্য পাওয়া যায়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।