গত তিনদিন টানা বর্ষণে জনজীবন যখন অতিষ্ঠও বিপর্যস্ত। ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার মেয়র মিস্টার শশধর সেন জলাবদ্ধ দুর্যোগপূর্ণ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
গত ০৪/১০/২৩ এবং ০৬/১০/২৩ তারিখে এই দুই দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করেন।
পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দদের নিয়ে একটি জরুরী সভার আহ্বান করেন। সবার অনুমতিক্রমে এই সামান্য তম ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হন।
চিড়া, মুড়ি, গুড় ও ওর স্যালাইন ছিল এাণ সামগ্রীর মূল উল্লেখযোগ্য। মেয়র মিস্টার শশধর সেন বলেন, আমি সামান্যতম এই ত্রাণ অসহায় পরিবারের মাঝে বিতরণ করেছি, ন্যূনতম পক্ষে কোন পরিবার যদি এ ত্রাণ পেয়ে উপকার পেয়ে থাকে তাহলে আমি ধন্য হব বলে আশা করি।