আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোন স্বাধীনতা ছিলো না। পাঁচই আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি, আর করতে দিবো না। রাজনীতি হলো দেশ ও জণগনের জন্য। আমাদের মাথার উপরে অনেকে লবন রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাইনা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া বিএইচপি একাডেমী মাঠে গন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। সুতরাং দেশের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবেনা। তিনি বিগত দিনে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নিন্দা জানিয়ে দেশ গড়ায় হিন্দু-মুসলিম সহ সর্বস্তরের গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমী (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক ও শাহিন বখতিয়ার।