মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্যারাগন রিসোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নং (মুগদা) ওয়ার্ডের কাউন্সিলর ডি,এম, সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গির হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৫টায় সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হয়। ছাত-জনতার আন্দোলনে মুগদা থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কিছু কাপড় ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।
মৌলভীবাজার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় মুগদা থানা এলাকায় হত্যায় নেতৃত্ব দেন কাউন্সিলর ডি,এম, সিরাজুল ইসলাম। এ থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে শ্রীমঙ্গলে এসে সীমান্ত অতিক্রম করে পালানোর চেষ্টায় ছিলেন তিনি। আমার গোপন সূত্রে খবর পেয়ে তাকে রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৩১ আগস্ট মামলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (মুগদা এলাকা) ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি উল্লেখ করা হয় ছাত্র-জনতার আন্দোলনের সময় মারামারি ও উস্কানি দেওয়ার অভিযোগে মুগদা থানা মামলা হয়। তাকে গ্রেপ্তারের পর মুগদা থানায় যোগাযোগ করে ঢাকায় পাঠানো হয়েছে।