আশুলিয়ায় গত শুক্রবার স্থানীয় নেতা ও মালিকদের সাথে বৈঠকের পর বিজিএমইএ সকল পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার সব মিলিয়ে ৪৯টি পোশাক কারখানা বন্ধ রাখা হলেও আজ বন্ধ চালু করা হয়েছে ২৯টি কারখানা। এখনও কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘণ্টায় ৪/৫টি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে মালিকপক্ষের সাথে বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা করতে কাজ বন্ধ করে রাখলেও পরবর্তীতে এসব কারখানার শ্রমিকরাও কাজ শুরু করেছেন। শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট, সান সোয়েটার, মাসকট ফ্যাশন, পার্ল গার্মেন্টস।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ এই অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ১৮টি বন্ধ এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাহিরে শিল্পাঞ্চলের সকল কারখানায় স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম।
এছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।