ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। রোববার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ময়মনসিংহ জেলার সকল স্কুলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এডিস মশার সংক্রমণ রোধে এবং ডেঙ্গু রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। রাসেল ভাইপারের ঝুঁকিকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম মজুদ রয়েছে বলেও জানান।
সভায় সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহের তরফে জানা যায়, আন্দোলনকালীন ক্ষতিগ্রস্ত মহাসড়ক ও সড়কে স্থাপিত ডিভাইডারের মেরামত কাজ চলমান রয়েছে। এছাড়া সড়কসমূহে স্পিডব্রেকার স্থাপন, নির্দিষ্ট দূরত্বে সাইনবোর্ড লাগানোর কাজও চলছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী জানান।
সভায় ময়মনসিংহের নবনিযুক্ত জেলা প্রশাসক জেলার সকল সরকারি দপ্তরসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেন। এ সময় তিনি স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যায় জেলা সিভিল সার্জনের সহযোগিতা গ্রহণের পরামর্শ দেন। এনআইডি সংশোধন ও এনআইডি সংক্রান্ত সেবা দ্রুততার সঙ্গে প্রদান করতে জেলা নির্বাচন অফিসকে বলেন। বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে বিদেশি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রমগুলো জেলার স্কুল-কলেজ ও আউটডোর পর্যায়েও পরিচালনার জন্য ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মকর্তাকে বলেন। জেলার বিভিন্ন দপ্তরসমূহকে নিজ নিজ ওয়েব পোর্টালের তথ্যসমূহ হালনাগাদ করতে নির্দেশনা দেন।
সভায় ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক শাখার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) শেখ মো. শহীদুল ইসলামসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।