দিনাজপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ ফকরুল (৫৫) নামের ইজিবাইক চালক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে জেলা শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
নিহত ফকরুল সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত নেছারের ছেলে। আর আহত হলেন একই উপজেলার উপশহর এলাকার মৃত মকবুলের ছেলে সাইদুর (৩০) ও নামতারা এলাকার মৃত চাটির ছেলে বেলাল (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশ্যে হানিফ পরিবহণ (ঢাকা মেট্রো- ব-১৪-৭৮০৪) নামের একটি যাত্রীবাহী বাস রওনা দেয়। পথে ফুলবাড়ি বাসস্ট্যান্ড পেরিয়ে ইসলামিক হাসপাতাল এলাকায় পৌঁছলে একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনা স্থলেই নিহত হয় ইজিবাইকের চালক এবং আহত হয় ইজিবাইকে থাকা দুইজন। পরে আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং নিহতের মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে পুলিশ।
এসএটি/এসএইচ