শরীয়তপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং ক্রয় মূল্যের রশিদ না রাখার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে শহরের পালং বাজারে ও মনোহর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বিল্লাল খান ও জেলা পুলিশ সদস্যরা।
জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর জানায়, মঙ্গলবার দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালায় জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির পাশাপাশি ক্রয় মূল্যের রশিদ না রাখার দায়ে আনোয়ার স্টোর, ফ্যামিলি সুপার সপ, পিন্টু স্টোরসহ মোট ৫ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং সঠিক মূল্য তালিকা ও ক্রয়মূল্যের রশিদ না থাকায় ৫ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।