স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের IRIDP-3 প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের বদলিজনিত বিদায় অনুষ্ঠিত হয়।
এ বদলিজনিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন খান,এ বি এম নাজমুল করিম, উপ- প্রকল্প পরিচালক শরাফত সরদার, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, দি সাউথ এশিয়ান টাইমস এর উপ-সম্পাদক এস এম রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন খান বলেন,আমি যেখানেই কাজ করি যে স্থানেই থাকি আমি সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই।সকলের সুখে-দুখে পাশে থাকতে চাই কর্মক্ষেত্র একটি পারিবারিক বন্ধন মনে করি সেক্ষেত্রে এ বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পরিপূরক হয়ে কাজ করা উচিত,সুখে-দুখে সকলের পাশে থেকে সহমর্মিতা এবং সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করা উচিত।
প্রকৌশলী জাকির হোসেন আমার দীর্ঘদিনের সহকর্মী তার কর্মময় দক্ষতার মাধ্যমে তার সকল সহকর্মীদের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ প্রকল্পে তার কর্মকাণ্ড স্মৃতিময় হয়ে থাকবে আমি তার নতুন কর্মস্থলকে সুখী সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। অপর প্রকল্প পরিচালক এ বি এম নাজমুল করিম বলেন,প্রকৌশলী মোঃ জাকির হোসেন কে আমি যতটা দেখেছি তিনি একজন চমৎকার মানুষ তিনি সার্বক্ষণিক তার কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন সহকর্মীদের সাথে সদ্ব্যবহার এবং সকলকে সহযোগিতা করার যে মানসিকতা দেখেছি তাতে আমি আশান্বিত আমি তার নতুন কর্মস্থলে দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে সাফল্যময় করে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম বলেন, বিদায় অনুষ্ঠান ভারাক্রান্ত হলেও আমি তার নতুন কর্মস্থলে সাফল্যের স্বাক্ষর রাখাসহ তার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি।