সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪
উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার৷ সকাল ১০ টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজিত ও জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহের সহযোগিতায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ ।