বরিশাল শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের দ্বায়িত্ব নেয়ার পর এখন নতুন শিক্ষা পদ্ধতি পেয়েছি। ৫ আগস্টের আগে শিখন ও লিখন পদ্ধতি ছিল। এতে শিক্ষার্থীরা খুশি ছিলো। কারণ পড়াশুনা করতে হতো না।তাদের বাসায় লেখাপড়া নেই। সেই পদ্ধতি থেকে আমরা বেড়িয়ে আসছি। এখন নতুন শিক্ষা পদ্ধতি চালু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বাড়বে।
৫ আগস্টের আগের শিক্ষা ব্যবস্তায় পড়াশুনা ও জ্ঞানের সীমাবদ্ধতা যে থাকার কথা সেটা ছিলোনা। আগের সেই পদ্ধতিটা ফিনল্যানড থেকে আনা হয়েছে। এটি সঠিক ছিলনা। উন্নত রাষ্ট্রের এই পদ্ধতি আমাদের অনেক ক্ষেএে চলেনা। কারণ আমরা এখনও ওই পর্যায়ে পৌছাতে পারি নাই।
তিনি বলেন, আগে আমাদের সময়ের ৯০ বা ৮০ দশকের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার বিকল্প নেই। আর সেটা না পারলে এমসিকিউ পদ্ধতিটা হলেও চালু করতে হবে।
তিনি আরো বলেন, এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা পদ্ধতি চালু করার চেষ্টা করতে হবে। তবে সবই লিখিত পরীক্ষা ও ১০০ নম্বর এর হবে সেটাও এখন সম্ভব নয়।
একটা শিক্ষা কমিশন গঠন করা দরকার। সেখানে সকলের মতামতের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত আসা উচিত। আর শিক্ষা কমিশন বা শিক্ষা সংস্কার কমিশন করলে সকলের মতামতের পাশাপাশি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এতে সংযুক্ত করা আবশ্যক। কারণ চেয়ারম্যানরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে রিলেটেড হওয়ায় তারা ভালো মতামত দিতে পারবে।
পলিসি লেবেলে বা পাঠ্য বই সংকলনে শিক্ষাবোর্ড এর চেয়ারম্যানদের মতামত জরুরী। কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করি।
আমাদের মিটিংয়ে নেয় তবে আমাদের মতামত কার্যকর করা হয়না।
আমাদের নিয়ে আলোচনা করে টিক তবে তারা আমাদের সুপারিশ উপেক্ষা করে তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করে।চেয়ারম্যান বলেন,আমি এখানে যোগদানের পর বিভক্তিত দুই গ্রুপ একএিত করি,এতে করে শৃংখলার অনেক পরিবতন হয়েছে।এ ছাড়া ও হঠাৎ করে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাই।এতে করে শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে ছাএ ছাএীরা মোবাইল ফোন ব্যবহার করে,এ বিষয়ে অভিভাবকদের তার সন্তানের প্রতি নজর রাখতে হবে,যাতে করে তারা বিপথগামী না হয়।
তিনি আরো বলেন,পাঠ্য বই লেখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে লিখালে সেটা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কতটুকু বুঝবে। তাও দেখার আছে। আর আমাদেরও স্কুল গুলোতে যোগ্য শিক্ষক আছে। তারাওতো বই লিখতে পারে। এখানে তাদের প্রাধান্য দেয়া জরুরী বলে মনে করেন এই শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
শিক্ষার্থী ও পাঠ্য বিষয়ক কোন সিদ্ধান্ত নিতে হলে রুট লেভেলের মতামতের বিকল্প দেখছেন না বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
জাতীয় শিক্ষা পদ্ধতির নীতিমালা প্রনয়নে আমাদের মতামতকে গুরুত্ব দেয়া উচিত: চেয়ারম্যান বরিশাল শিক্ষা বোড
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়