সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন মালিঝি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজার ও অপরাধীদের পাওয়া যায় নি। এলাকার গণ্যমান্যসহ উপস্থিত জনতাকে তথ্য দিয়ে এবং ভবিষ্যতে এধরনের কার্যরোধে সহযোগিতার আহবান জানানো হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মালিঝি নদী থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে পারবেনা।