সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং সীরাত চর্চা ও গবেষণা মূলক প্রতিষ্ঠান "সীরাত কেন্দ্র" এর আযোজনে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে চলমান ১০ দিন ব্যাপী ইসলামী বইমেলার ৫ম দিনে ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বই মেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জেলার সভাপতি মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ্, সিরাত কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমেদ, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুর রহমান, ঢাকার বাংলা বাজারে অবস্থিত আশরাফি বুক ডিপোর স্বত্বাধিকারী আহাদুজ্জামানসহ অনেকে।
জেলা প্রশাসক বইয়ের স্টলগুলো ঘুরে সকলের খোঁজ খবর নেন। আকষ্মিক ভাবে বই মেলা পরিদর্শন করায় মেলায় উপস্থিত সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।