সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বিএনপির মতবিনিময় সভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ১৩/০১/২৫ তারিখে বিকালে উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর তারাকান্দার গনমানুষের নেতা জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২নং রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন।
এ সময় আরও উপস্হিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।