সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও শব্দ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঈশ্বরগঞ্জ বাজারের হামজা স্টোর, সাইফুল স্টোর, উজ্জল স্টোর থেকে মোট ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং উক্ত দোকান মালিকদের মোট ২৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এছাড়া একটি ট্রাক হাইড্রোলিক হর্নের মাধ্যমে শব্দ দূষণ করায় ৫০০ টাকা জরিমানা ধার্য ও হাইড্রলিক হর্ন দুটি জব্দ করা হয়। উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার রোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
সরকারি কমিশনার (ভূমি), ঈশ্বরগঞ্জ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।