
সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অনুমোদনহীন ভেজাল আইসক্রিম, ললি ইত্যাদি পণ্য এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাও রামগোপালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ঘটনাস্থলে হাজির হোন। অভিযান পরিচালনাকালে অনুমোদনহীন পণ্য মজুদ এর দায়ে মজুদকারিকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বিভাগ, বিএসটিআই সর্বাত্মক সহযোগিতা করেন।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।