
খুলনা প্রতিনিধিঃ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান , রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপাচার্য তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধাদের, যাঁরা স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উঁচু করে দাড়ানোর দিন।