কাজল আর্য, টাঙ্গাইল প্রতিনিধি
ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছ টোল আদায়ে টাকার পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। ২৯ হাজার ২৩৩ টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (২৪ মার্চ ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ এবং মোটরসাইকেলের জন্য ৪ টি বুথ স্থাপন করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে প্রায় ৭ শতাধিক পুলিশ দায়িত্বপালন করছে। এরমধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম করছে। মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকে নজরদারি রয়েছে।
উল্লেখ্য, রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এ মহাসড়কটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ । ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলে অংশ ৬৫ কিলোমিটার। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন। যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি হয়। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩ জেলার যানবাহন চলাচল করে। গড়ে প্রতিদিন ১৮/২০ হাজার যানবাহন সেতু দিয়ে চলাচল করে। কিন্তু ঈদে এর সংখ্যা ২ থেকে ৩ গুণ বেড়ে অর্ধ লক্ষ অতিক্রম করে।
মহাসড়কে বাড়ছে যানবাহন, যমুনা সেতুতে দুই কোটি ৫৭ লাখ টাকা টোল
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়