
সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা এলাকায় ১২/০৪/২৫ তারিখে লাইসেন্সবিহীন অবৈধ কারখানায় ডিটারজেন্ট, ক্যামিকেল, আটা, হারপিকসহ বিভিন্ন পণ্য একসাথে উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম হাতেনাতে ধৃত হয়।
এসব অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য জনস্বাস্থ্য ও জীবনমানের জন্য খুবই ক্ষতিকর।
উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিকর পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ।অভিযান চলাকালে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।