অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামীতেও আঞ্চলিক এ সংস্থাটি পরিকল্পনামাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি।’
এর আগে এডিবির জেষ্ঠ্য উপদেষ্টা এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হো ইয়েন জং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিংয়ের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা।