দীর্ঘদিন ধরে নানা সংকটে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই অর্থনীতি চাঙ্গা করতে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার বিপরীতে কাজও করছে সরকার। আগামীতে অর্থনীতি নিয়ে সুবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন।
তিনি বলেছেন, দেশের অর্থনীতির মঙ্গল করা ছাড়া আমাদের কোনো অভিপ্রায়ও নেই। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেকগুলো কারণ আছে। বিশেষ করে টাকা ছাপিয়ে সংকট মেটানো। পণ্যের সরবরাহ সংকট। এসব হলো প্রধান কারণ। ফলে মূল্যস্ফীতি বেড়েছে। আমাদের পরিকল্পনা হলো, নতুন করে কোনো টাকা ছাপাচ্ছি না। ফলে মূল্যস্ফীতি আর বাড়বে না।
বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা বাজেটটাকে একটু ছোট করব। কাজ চলছে। এখানে রেভিনিউ আর ডেভেলপমেন্ট বাজেটটাকে একটু ছোট করা হবে। তবে খুব বেশি কমানো হবে না। এটা বাস্তবায়ন তো হচ্ছে।
এসএটি/আরএইচ