বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সম্পন্ন হলো দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইন্তিফাদা মঞ্চের উদ্যোগে এই দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।
এসময় কবিতা আবৃত্তি, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল। এই আয়োজনে ববির ইন্তিফাদা মঞ্চের পাশাপাশি সংগীত পরিবেশন করেন সংকল্প সাংস্কৃতিক সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চ।
সাধারণ শিক্ষার্থী ও বরিশালের স্থানীয় জনগণের অংশগ্রহণে কানায় কানায় ভরপুর হয়ে উঠে ববির মুক্তমঞ্চ প্রাঙ্গন।
এ আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী সাইফুর রহমান বলেন, বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ক্যাম্পাসে এধরণের আয়োজন। এই আয়োজন তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরিয়ে এনেছে। এ আয়োজন ববির ইতিহাসে একটি ব্যাতিক্রম আয়োজন বলা চলে। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে।
চবি আজাদী মঞ্চের শিল্পী আরিয়ান বলেন, কাওয়ালী মূলত একটি ধর্মীয় অনুভুতি জাগানো সংগীত। এই সংগীতের মাধ্যমে আমরা ধর্মপ্রাণ মানুষদের অন্তরে থাকা নবী প্রেম ও আল্লাহর প্রতি যে একত্ববাদ তা জাগিয়ে তোলার চেষ্টা করি। যার ফলে মানুষ নবী প্রেম ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাস্তব জীবনে তা প্রয়োগ করে সমাজটাকে সুন্দর করে তোলবে।সেই উদ্দেশ্যেই আমাদের এই পরিবেশনা।
আয়োজক রফিকুল ইসলাম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ধর্মী এই আয়োজন এবার প্রথম। প্রচুর দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন আরো বড় পরিসরে করা চিন্তা রয়েছে।