বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়দের খেলাধুলায় বিশেষ অবদানের জন্য যেমন ‘ব্লু’ উপাধি দেয়া হয়। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ‘ব্লু’ উপাধি চালু করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও আন্তঃহল প্রতিযোগিতা ২০২৪ এর পুণঃউদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য ব্লু উপাধি দেয়া হয়। আমি চাইস চ্যান্সেলর থাকাকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্যও ব্লু চালু করবো।
এছাড়াও উপাচার্য বলেন, আমি ক্রীড়া বিভাগকে উন্নত করার লক্ষ্যে সাধ্যমতো চেষ্টা করে যাবো। প্লেয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে যে কয়টি দাবি উত্থাপন করা হয়েছে তার সাথে আমি একমত। তবে কোটায় খেলোয়াড় ভর্তির বিষয়ে এখনই সিদ্ধান্ত দিতে পারছি না। পরবর্তীতে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়াও অধ্যাপক নকীব নসরুল্লাহ বলেন, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতির পিছনে সবথেকে বড় অবদান এই ক্রীড়া বিভাগের। তারা ফুটবলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে, ভলিবল এবং বাস্কেটবলেও চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিচিতির জন্য এই ক্রীড়া বিভাগ সাফল্যের দাবিদার।
সবশেষে তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সাথে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছা. কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক ,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ।
এসএটি/জেডএম