‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা) জাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় সংগঠনের কার্যক্রম ও সংগঠন সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের সামসময়িক কার্যাবলি নিয়ে আলোচনা হয়।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এর সাথে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে লাল সবুজ উন্নয়ন সংগঠনের কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ক্যাম্পাসে সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও জনসাধারণের সচেতনতায় সংগঠনের সদস্যবৃন্দ ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করনীয় পদক্ষেপ তুলে ধরেন।
মিটিংয়ে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাপ্তাহিক ক্যাম্পেইনে লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগকে সাধুবাদ জানাই। ক্যাম্পাসে মশা নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবেন।
লাল সবুজ উন্নয়ন সংঘ এর ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আগামী রবিবার থেকে ক্যাম্পাস ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আশপাশ ও ঝোপঝাড় প্রশাসনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের শপথ বইটি উপাচার্যকে উপহার হিসেবে প্রদান করা হয়।
সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এর সঞ্চালনায় মিটিংয়ে উপাচার্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে রাশেদুল আলম, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মো. শামসুর রহমান ও সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য: যে লাল সবুজ উন্নয়ন সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত হয়। ২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশের প্রায় ৪৫টি জেলায় কাজ করছে। তারা গত ১৩ বছর সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদক, বাল্য বিবাহ, দুর্নীতি প্রতিরোধে সচেনতনা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি ১৩ বছরে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ লাখ ৮০ হাজারের মত গাছের বিতরণ ও রোপণ করেছে। এবছর জুলাই বিপ্লবে বীর শহীদদের স্মরনে কয়েকটি জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনের সদস্যরা।
এসএটি/জেডএম