বানভাসি মানুষের সহায়তায় দেশে ও বিদেশে এরই মধ্যে বেশ কয়েকটি কনসার্ট করেছে দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। সেই ধারাবাহিকতায় চলতি মাসেও রয়েছে তিনটি কনসার্ট। যেগুলোর মধ্যে দুটি কনসার্ট থেকে অর্জিত অর্থ সরাসরি যাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভ বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এটি আয়োজন করেছে তানরাত ইনস্টিটিউট। আয়োজক কর্তৃপক্ষ জানায়, বন্যার্তদের পুনর্বাসনের জন্যই ‘সেভ বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্বোভাইরাস, জলের গান, অ্যাভয়েড রাফা, অ্যাসেজ, ওয়ারসাইট, কাকতাল, অ্যাডভার্বসহ আরও কয়েকটি ব্যান্ড ও মিউজিশিয়ান।
১১ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কনসার্টের টিকিট মূল্য ৫০০, ১০০০ ও ভিআইপি ১৩০০ টাকা।
এদিকে ‘ঢাকা রেট্রো’ শিরোনামে নব্বইয়ের দশকের জনপ্রিয় চার ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। তাতে গাইবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট। ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে কনসার্টটি। এটি আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। এরই মধ্যে দুই ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়।
একই দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘গণজোয়ার’ শিরোনামে আরও একটি কনসার্টটি করবে।
গণমাধ্যমকে ম্যাভিক্স গ্লোবালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টস্থল থেকে এনজিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। সেই অর্থ এনজিওটির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও খামারিদের মধ্যে বিতরণ করা হবে। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, এভয়েড রাফা, বে অব বেঙ্গল ও কনক্লুশন ব্যান্ড পারফর্ম করবে। কনসার্টের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা ও কম্বো প্যাকেজ ১ হাজার টাকা।