সাকিব খানের জীবনে অপু বিশ্বাস আর বুবলী অতীত। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন তিনি। বলেছেন তৃতীয় বিয়ে নিয়েও। এসব নিয়ে সাকিব বলেন, কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। “লাইফ ইজ আ জার্নি।” এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়।
তৃতীয় বিয়ে নিয়ে সাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’
চলতি বছর রায়হান রাফী পরিচালিত শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ছবিটির সিকুয়েল আসবে।
তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।
এসএটি/জেডএম