তিন আততায়ীর গুলিতে প্রাণ হারালেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় ছেলে জিসানের অফিসের সামনে প্রাণ হারান তিনি।
বিনোদন জগতের তারকাদের সঙ্গেও উঠাবসা ছিল এই এনসিপি নেতার। একটা সময় তিনি নিজেও অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন। সালমান থেকে শাহরুখ, ক্যাটরিনা থেকে প্রীতি জিনতা—বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে হাজির থাকতেন বলিউডের এমন শীর্ষ তারকারা।
বাবা সিদ্দিকের জন্ম বিহারের পটনায়। কিশোর বয়সেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। ভারতের জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ায় (এনএসইউআই) যোগদান করে তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু হয়েছিল। এর কিছুদিন পর তিনি মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনে মিউনিসিপ্যাল কর্পোরেটর হিসেবে নির্বাচিত হন।
এসএটি/জেডএম