দক্ষিণ পশ্চিম চীনের সিচাং অঞ্চলের সাইনচা জলাভূমিতে এখন বিপন্ন প্রজাতির পাখি কালো-গলা সারসের মেলা বসেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার থেকে পাঁচ হাজার মিটার উচুঁতে মালভূমি, মাঠ, জলাভূমিসহ সংরক্ষিত বনাঞ্চলে কলো গলা সারস বাস করে। এই প্রজাতির পাখি চীনে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে।
গ্রীষ্মকালে এখন অনেক কালো গলা সারস (ব্ল্যাকনেকড ক্রেন) বাসা বেঁধেছে। প্রতিবছর জুন মাসের কাছাকাছি সময়ে ব্ল্যাক নেকড ক্রেন পাখির জুটি ঘাসের স্তূপে বাসা তৈরি করার জন্য সাইনচা জলাভূমিতে আসে। এখন এখানকার প্রতিটি পাখির বাসাতেই একটি বা দুটি ডিম দেখা যাচ্ছে। ডিম ফুটতে প্রায় ৩০ দিন সময় লাগে।
সাম্প্রতিক বছরগুলোতে সিচাংয়ের পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষা কার্যক্রম জোরদার হয়েছে। বসবাসের পরিবেশ উন্নত ও নিরাপদ হওয়ায় প্রজননের জন্য প্রতি বছর প্রচুর সংখ্যক কালো গলা সারস এই জলাভূমিতে আসে। কিছুদিন পরেই শাবকের কলকাকলিতে মুখর হয়ে উঠবে জলাভূমি এলাকা। গ্রীষ্মকালটা এখানে থেকে এবং ছানাদের খানিকটা শক্তপোক্ত করে শীতের সময় পাখিরা আবার পাড়ি জমাবে দক্ষিণের উষ্ণ এলাকায়।