দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়াদের ডিজিটালি সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেন্ডারদের সক্ষমতা উন্নয়নে বিসিসি ১২ মার্চ থেকে ৩০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। তথ্য ও যোগা
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়াদের ডিজিটালি সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেন্ডারদের সক্ষমতা উন্নয়নে বিসিসি ১২ মার্চ থেকে ৩০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বিসিসির নির্বাহী পরিচালক রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন এই কার্যক্রমের পার্টনার প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলেফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ।
এই উদ্যোগকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত কার্যক্রম বলে উল্লেখ করেন রনজিৎ কুমার। তিনি বলেন, ‘ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকেও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোল হবে। প্রধান কার্যালয় ছাড়াও বিসিসির সাতটি আঞ্চলিক কার্যালয়ে এই উদ্যোগ সম্প্রসারিত করা হবে।’