তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিটি বিভাগ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আইসিটি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা হলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডেটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিস্টিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার ও নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।
আইসিটি বিভাগ জানিয়েছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁদের নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অভিযোগ তদন্ত করতে শিগগির একটি কমিটি গঠন করা হবে।
এর আগে গত মঙ্গলবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রোগ্রামের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আইসিটি বিভাগ।