বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই অ্যাপটি নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিং কে আরও সহজ করে তোলার চেষ্টা করছে। এবার ব্যবহারকারীদের নিরাপত্তার সুবিধার্তে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
বার্তা আদান-প্রদান মাধ্যম হোয়াটসঅ্যাপে অপরিচিত কেউ কোনো মেসেজ পাঠালে ব্যবহারকারীরা খুব বিরক্তবোধ করেন। ফলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির স্বীকার হন ব্যবহারকারীরা। তাই নতুন এই সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে এসকল মেসেজ ব্লক করার ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এ সুবিধাটি উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।
মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধাটি চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অপরিচিত ব্যক্তিদের পাঠানো মেসেজ ব্লক করা যাবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। সেটিংস থেকে প্রাইভেসি অপশনে প্রবেশ করে আলাদাভাবে এ সুবিধা চালু করতে হবে। ব্যবহারকারীরা চাইলে এ সুবিধা বন্ধ রাখতে পারবেন।
সূত্র: নিউজ১৮.কম