ঢাকা,   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম:

সাভারে কাজে ফিরেছে শ্রমিকরা, উৎপাদন স্বাভাবিক কারখানায় পোলিও কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত ফুটবলে ইতিহাস তৈরি করলেন রোনালদো আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ: পিটিআইকে ড. ইউনূস বন্যায় নাইজেরিয়াতে মৃত্যু সংখ্যা ২৭৩ সাবেক নৌমন্ত্রী শাহজাহান ৭ দিনের রিমান্ডে কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চারযাত্রী নিহত বন্যার্তদের পাশে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেখ হাসিনাসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা তিস্তার পানিবন্টন চুক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতেই হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর উত্তরে ডেঙ্গু সচেতনতায় যুবদলের কর্মসূচি মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার  সাবেক ভূমিমন্ত্রীকে অস্ত্রসহ গ্রেপ্তার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় কমিটি গঠন কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে’ পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের নামে হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহারের আহবান ডিআরইউর সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার এবার বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার সাবেক মন্ত্রী ও এক এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে: প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ আড়াই বছরেই বিদায় নিলো আউয়াল কমিশন স্বামী, সন্তানসহ শিরীন শারমিনের ব্যাংক হিসাব তলব বসুন্ধরার কর্ণধার আকবর-আনভীরের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি হাসিনা পতনের একমাস পূর্তিতে ‘শহীদি মার্চ’ শুরু ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮ ফিলিস্তিনি ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ জামিনে মুক্ত রিজেন্ট সাহেদ বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তানবিজয়ী বীরদের বরণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ সচিবদের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস আশুলিয়ায় ৬০ গার্মেন্টস কারখানা ছুটি, গাজীপুরে সড়ক অবরোধ ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে ডিএনসিসির ১০ টিম ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান ’সম্প্রতি আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার’ শিক্ষার্থীদের গায়ে ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস মেট্রোপলিটন পুলিশে ৭ নতুন কমিশনার পেছনে তাকানোর সুযোগ নেই: শফিকুর রহমান কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক চিফ হুইপ নুর ই আলম চৌধুরীকে দুদকে তলব আমিরাতে ক্ষমা পেলেন ৫৭ বাংলাদেশি পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষদিন আজ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা চান ব্যবসায়ীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই বিডিআর হত্যাকাণ্ড: হাফিজ বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ একটাই চাওয়া লাশটা যেন পরিবারের কাছে যায়: আযমী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী আ.লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে : ফারুক শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টার অভিনন্দন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে দুদকে তলব পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের বিভিন্ন দপ্তরে ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল যৌথ অভিযানের ঘোষণায় অনেকটাই শান্ত আশুলিয়ার শিল্পাঞ্চল সাংবাদিক নিপীড়নের ধারা এখনই বাদ দেওয়ার প্রস্তাব সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি শেখ হাসিনাসহ সামন্ত লাল ও ডিপজলের বিরুদ্ধে হত্যা মামলা ভিসা ছাড়া বাংলাদেশিরাও যেতে পারবেন পাকিস্তান পোশাক শিল্পের নিরাপত্তায় রাত থেকেই যৌথ অভিযান কর্তৃত্ববাদদের এ দেশের মানুষ ব্যর্থ করে দেবে: রিজভী সালাউদ্দিন-খোকন শোকজ, জবাব দিয়েছেন খোকন ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা আবারও দাম বাড়ল এলপি গ্যাসের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন সালাউদ্দিন কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়িসহ অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধান শুরু স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা বিডিআর হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও তিনদিনের রিমান্ডে গোলাপ, কারাগারে টিপু মুনশী "কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা" বসুন্ধরার এবিজির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি সম্পদের হিসেব দিতে হবে সরকারি চাকুরিজীবিদের বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকায় চাল ২৪ টাকায় আটা এনএসআই’র সাবেক ডিজি জোবায়েরের দুর্নীতির অনুসন্ধান শুরু চিকিৎসকদের “কমপ্লিট শাটডাউন” স্থগিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পলক, টুকুসহ ছয়জন আবারও রিমান্ডে গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

সোনালি বানরের সোনালি ভুবন 

সাউথ এশিয়ান টাইমস অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১৫ জুলাই ২০২৪

সোনালি বানরের সোনালি ভুবন 

 নিবিড় অরণ্য। গাছের ডালে পাতার ফাঁকে ফাঁকে সোনালি বানর। শিশুকে কোলে নিয়ে ঘুরছে মা বানর। কোথাও তাদের ভয় নেই। কারণ এটি সংরক্ষিত বনাঞ্চল।

হুবেই প্রদেশের শ্যননংচিয়া ফরেস্ট্রি জেলা। পাহাড়ী অরণভূমি। এখানে গাছে গাছে দোল খায় সোনালি বানরের দল। পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে এই অরণ্যে বাড়ছে সোনালি বানরের সংখ্যা।

এই অরণ্যে এক হাজার ৬১৮ টি বানর রয়েছে। ওরা ১১টি দলে বিভক্ত। পাঁচ বছর আগের জরীপে বানরের যে সংখ্যা ছিল এখন তার চেয়ে ১৪৭টি বানর বেশি রয়েছে।

এপ্রিল থেকে জুনের মধ্যে বানর বিষয়ে একটি জরীপ হয়েছে। দেখা গেছে, বানরদের বিচরণক্ষেত্র  ৪০১ কিলোমিটার জায়গা জুড়ে  রয়েছে।

শ্যননংচিয়া ন্যাশনাল পার্ক প্রশাসনের বিজ্ঞান গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ইয়াং চিংইয়ুয়ান জানান, তারা অনুমান করেছিলেন যে বানরদের সম্ভাবনাময় বিচরণ এলাকা ৩০০ বর্গ কিলোমিটার ছাড়িয়েছে। জরিপে ভুল এবং ডুপ্লিকেশন এড়াতে তারা এলাকাটিকে কয়েকটি গ্রিডে ভাগ করেন। প্রতিটি গ্রিডে সময় নির্ধারণ করেন। এই জরীপে অনেক মানুষ অংশ নিয়েছেন।

২৪০টি সার্ভে রুট অনুসরণ করা হয়।

শ্যননংচিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্যের ফ্ল্যাগশিপ স্পিসিস হলো গোল্ডেন মাংকি। ১৬০০ মিটারের বেশি উচ্চতায় পাহাড়ি বনভূমিতে এরা বাস করে। ফুল, ফল, লতাপাতা ও গাছের বাকল এদের প্রধান খাদ্য।

পুরুষ সোনালি বানর আকারে মেয়ে বানরের চেয়ে অনেক বড় হয়। শিশু অবস্থায় গায়ের রং থাকে তামাটে। বড় হয়ে সোনালি রঙ ধারণ করে।

চীনা বন একাডেমির, ইন্সটিটিউট অব ফরেস্ট ইকোলজির পরিবেশ ও সুরক্ষা বিষয়ক প্রধান বিজ্ঞানী, লি তিছিয়াং জানান  এবারই প্রথম ইনফ্রারেড সেনসিং ড্রোন ব্যবহার করা হয়েছে যেন গণনা সঠিক হয়, এবং প্রতিটি সোনালি বানরকে গণনা করা যায়।

 ১৯৯০ এর দশকে এই অরণ্যে মাত্র ১৬৪ বর্গ কিলোমিটার জুড়ে ৫০১টি সোনালি বানর বাস করতো। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষামূলক অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বানরের সংখ্যা বাড়ানো হয়েছে। ২০০৫ সালে ১৮৯ বর্গকিলোমিটার এলাকায় ১২৮২টি বানর ছিল। ২০১৯ সালে ৩৫৪ বর্গকিলোমিটার এলাকায় ১৪৭১টি বানর বাস করতো। আর সাম্প্রতিক জরিপে তাদের সংখ্যা ১৬১৮।


চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজ, গবেষক ও প্রকৃতি কর্মীদের নিরলস প্রচেষ্টায় বাড়ছে সোনালি বানরের সংখ্যা। প্রকৃতির কোলে ফিরে আসছে প্রকৃতির এই সোনালি সন্তান।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়