বর্তমানে বাজারে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বেবি ক্রিম ও বেবি অয়েল পাওয়া যায়। শিশুদের এসব প্রসাধনী নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে আমেরিকার জর্জ ম্যাসন ইউনিভার্সিটির কলেজ অফ পাবলিক হেল্থ এর গবেষকরা।
প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, এসব প্রসাধনী ব্যবহারে শিশুর কেবল ত্বকের ক্ষতি নয়। পাশাপাশি শিশুর সামগ্রিক স্বাস্থ্যের জন্যও বিপুল ক্ষতিকর প্রভাব ফেলে এসব ক্রিম ও সানস্ক্রিনে থাকা রাসায়নিক।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, একটা সময় শিশুকে নিয়মিত তেল মালিশ করিয়ে তাদের ত্বক কোমল রাখা হতো। এছাড়াও মায়েরা শিশুর জন্য বেসন আর মুসুর ডাল বাটাও ত্বকের জন্য ব্যবহার করতেন। এতেই শিশুর ত্বক মসৃণ থাকত। কিন্তু বর্তমানে বাজারে হাজার রকম বেবি ক্রিম, বেবি অয়েল পাওয়া যায়। শিশুকে নিয়মিত এসব মাখালে ছোট থেকেই তাদের হরমোনের ভারসাম্য বদলে যাওয়ার সম্ভবনা থাকে।
প্রতিবেদনে গবেষক মাইকেল এস ব্লুমের গবেষণাপত্রের বরাত দিয়ে বলা হয়েছে, “বাজারে শিশুদের ক্রিম, তেল বা সানস্ক্রিনে 'থ্যালেট' নামে এক ধরনের রাসায়নিক থাকে। শুধু এসব প্রসাধনী নয়, পাশাপাশি এই থ্যালেট সুগন্ধি, মেকআপেও ব্যবহার করা হয়। এই রাসায়নিক প্রসাধনীর মেয়াদ বাড়াতে সাহায্য করে। কিন্তু, এই রাসায়নিক মানুষের শরীরের জন্য, বিশেষ করে শিশু ও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই রাসায়নিক রোমকূপ বা লোমের ছিদ্র দিয়ে শরীরে ঢুকতে থাকলে তা শরীরের বিভিন্ন গ্রন্থিকে এমন ভাবে উদ্দীপিত করবে যে, হরমোনের ক্ষরণ অনিয়মিত হয়ে যাবে। শিশুদের দিনের পর দিন এমন রাসায়নিক দেওয়া ক্রিম মালিশ করলে, ত্বকের অসুখের পাশাপাশি হরমোন নিঃসরণের ভারসাম্যও নষ্ট হবে। ছোট থেকেই হরমোন জনিত সমস্যা শুরু হবে শিশুর।”
প্রতিবেদনে চিকিৎসকের পরামর্শ সম্পর্ক বলা হয়েছে, “শিশুদের ত্বকের জন্য নারকেল তেল ভালো। ডায়াপার থেকে শিশুর ত্বকে চুলকানি বা অস্বস্তি হলে নারকেল তেল বেশ উপকারি। এছাড়াও বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা থেকে জেলটুকু বার করে নিয়ে ব্যবহার করা যেতে পারে। অ্যালো ভেরায় অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে, এটি ত্বকের যে কোনও সংক্রমণ দূর করতে সক্ষম।”
আরও বলা হয়েছে, “ক্যালেন্ডুলা ক্রিম শিশুর ত্বকের র্যাশ বা কাটাছেঁড়ার জন্য ভাল। পাশাপাশি শিশুদের জন্য খাঁটি অলিভ ওয়েল তেল ব্যবহার করা ভালো। স্নানের পূর্বে বেসন, দুধের সর, ওট্মিল মাখিয়ে শিশুকে স্নান করানো যেতে পারে। এ সব প্রাকৃতিক যা ত্বক ভাল রাখে।
তবে প্রাকৃতিক উপাদান ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে আনন্দ বাজারের এই প্রতিবেদনে।