নিজের, প্রিয়জন কিংবা পোষা প্রাণীর বেশ ঘটা করে জন্মদিন পালনের কথা আমরা হরহামেশাই শুনি। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যানবাহনের জন্মদিন পালন। ভাবলে অবাক লাগলেও, এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ এ রীতিমতো ভাইরাল হয়েছে।
এক্সে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মোট চারজন ব্যক্তিকে। আর মোটরসাইকেলটি ছিল হিরো স্প্লেন্ডার মডেলের।
এতে দেখা গেছে, চাকার সঙ্গে বাঁধা হয়েছে একটি চাকু। একজন ব্যক্তি মোটরসাইকেলটির সামনে একটি কেক ধরে রেখেছেন। অপর আরেকজন ব্যক্তি মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে আগ-পিছ করে চাকু দিয়ে সেই কেক কাটছেন।
ঘটনা করে এই জন্মদিন পালন উপলক্ষ্যে মোটরসাইকেলটিকে ফুল দিয়েও সাজানো হয়েছে ভিডিওটিতে দেখা যায়।
এক্সে ভিডিওটি প্রকাশের পর অনেক মতামত ব্যক্ত করেছেন। প্রায় দুই লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। মতামতে কেউ প্রশংসা, কেউ মজা আবার কেউ আবেগে আপ্লুত হয়েছে।
তবে এই ভিডিওটি শুধু এক্স এই নয়। সামাজিক মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। তবে সেটি ২৫ সেকেন্ডের।
সেখানে কেউ একজন মজা করে লিখছেন, ‘মোটরসাইকেল পবিত্র করে। কেউ লিখেছেন, জানি না সে কোন উদ্দেশ্যে করছে। তবে বাইক অনেকের কাছে একটা ইমোশন।