এক দশক পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার এটিই প্রথম বিধানসভা নির্বাচন। এ নির্বাচন ঘিরেই নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে সমতল থেকে পাহাড়ি এলাকা।
এ নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির উপত্যকায় বিধানসভার আসন রয়েছে ৯০টি। আজ প্রথম দফায় প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে। এ দফায় কাশ্মিরে ১৬টি ও জম্মুর ৮টি আসনে ভোটগ্রহণ হবে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।
প্রসঙ্গত, এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে। ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর।