ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে অভিযান আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এ হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৪৩ জন ও লেবাননে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) গাজার বেইত লাহিয়ার একটি বহুতল ভবনে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে নারী-শিশুসহ প্রাণ হারান একশোর বেশি নিরীহ ফিলিস্তিনি। আহত হন বহু মানুষ।
আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩২ জন উত্তর গাজায় নিহত হয়েছেন।
একইদিন গাজার উত্তরাঞ্চলে বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জড়িত কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
ইসরাইলের বিমান হামলায় জর্জরিত লেবানন। দেশটির বিভিন্ন অঞ্চলে দখলদালদের আগ্রাসনে সবশেষ ২৪ ঘণ্টায় ৭৩ জন নিহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হযেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সারাদেশে হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। দক্ষিণের শহর সারাফান্দে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
এসএটি/আরএইচ