যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমালা হ্যারিস বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে ক্ষমতার সবকিছু করা হবে। সোমবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমালা হ্যারিস স্থানীয় সময় রোববার রাতে ইস্ট ল্যান্সিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি আমার ক্ষমতার সব কিছু করব।
যুক্তরাষ্ট্রের এই মিশিগানেই সবচেয়ে বেশি সংখ্যক আরব-আমেরিকান নাগরিক বাস করেন এবং সেটা মাথায় রেখেই কমালা এই বক্তব্য দেন।
এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন, ডিসিতে দেওয়া বক্তৃতায় কমালা হ্যারিস কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প কে এবং তার বিজয় হলে কী হবে তা বলেছিলেন। পরে তিনি তার এজেন্ডা এবং আরও সহযোগিতামূলক, দ্বিপক্ষীয় ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
এসএটি/জেডএম