আজও বাংলার ঘরে ঘরে শেখ মুজিবের রক্তের দাগ
আজও বুকের ক্ষতে দাউ দাউ জ্বলে ওঠে বীভৎস কালো রাত
করুণ বিনাশে অপচয়ের ক্লান্ত ইতিহাস ভাঙে ক্রন্দন ক্ষোভ
আমাদের জীবনের সব সংগ্রামে ভাসে সাহসী মুজিবের মুখ ।
কেউ কি জানে কী বেদনা বুকে নিয়ে আজও কোটি কোটি মানুষ
হাতের মুঠোয় চেপে রুদ্ধশ্বাসে রক্তাক্ত বাংলাদেশে
নির্মম ক্লেদে জাগা রাতে ক্লান্তিতে ফেরে শূন্য ঘরে
খাঁ খাঁ মাটি ভেঙে টুকরো হতে থাকে বিরাণ জনপদ।
আমাদের ঘরে ঘরে তবু এক শেখ মুজিব জেগে থাকে
হৃদয়ের ক্ষতচিহ্নের গ্লানিমাখা সদেশে কেউ নেই
জন্মের স্মৃতি নিয়ে শরীরে বাউল বাতাসে ফোটায় না ফুল
সাহসী কালো রাত কেবলই হাহাকারে বাড়ায় করুণ বিলাপ।
বেদনায় আর্তনাদে ফিরে পাই পরাজিত দেশ ছিন্ন পতাকা
আমাদের ঘরে ঘরে তবু মুজিবের অফুরান সাহস জাগে
অন্ধকারভাঙা রাত্রির মমতায় জাগে তার রক্তের কণিকা
আমাদের প্রণয় পতাকায় স্বদেশ মাটিতে শুধু তার চিহ্নের গান
রোদে-বৃষ্টিতে শ্রমে-সঙ্গীতে কেবলই কথা বলে মুক্তির স্রোতে।
রক্তঋণে বাঁধা জীবনের শ্রমে গড়া সাগরে মাঠে ময়দানে
ভালোবাসায় প্রবল আঁচল বিছায় মুজিবের স্বপ্ন সাধের পায়রা
আমাদের ঘরে ঘরে প্রাণের পতাকায় পতপত ওড়ে নাম তাঁর
বাঁধভাঙা ঢেউয়ে ক্রমাগত উঠে আসা অবিরল প্রণাম জানো
দিগন্ত বিস্মৃত এশিয়ার জনপদ রক্তের চিহ্ন হাতে দাঁড়িয়ে
বাঙালি জীবন করুণ ক্রন্দনে ও সংগ্রামে গায় তবু জয়গান
ঘরে ঘরে তাই ফিরে আসে মুক্তি, বিপ্লবী স্পর্ধায় রেঙে ওঠে
আমাদের ইতিহাসে জীবনের উত্থান ও পতনে, জাগরণ হেমবর্ণে
জুড়ে থাকে বাঙালির প্রাণ অনন্তর শেখ মুজিবুর রহমান।