অক্টোবর মাস। নোবেল পুরস্কার ঘোষণার মাস। ধাবে ধাপে ঘোষণা এ পুরস্কার বিজয়ীদের নাম। এরই ধারাবাহিকতায় আজ ঘোষণা হবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। তবে কে পাচ্ছেন সাহিত্যে নোবেল তা জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার ঘোষণা হবে সাহিত্যে নোবেল বিজয়ী নাম। ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। ইয়োন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন।
১৯০১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম (১৮৩৯–১৯০৭)।
পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।
এসএটি/জেডএম