বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মাতা তহুরা বেগম তৃপ্তি বার্ধক্যজনিত কারণে গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তহুরা বেগম তৃপ্তি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “তহুরা বেগম তৃপ্তি’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রত্নগর্ভা মাতা হিসেবে এলাকায় সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। তিনি ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএটি/এসএইচ