ঢাকা,   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম:

সাভারে কাজে ফিরেছে শ্রমিকরা, উৎপাদন স্বাভাবিক কারখানায় পোলিও কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত ফুটবলে ইতিহাস তৈরি করলেন রোনালদো আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ: পিটিআইকে ড. ইউনূস বন্যায় নাইজেরিয়াতে মৃত্যু সংখ্যা ২৭৩ সাবেক নৌমন্ত্রী শাহজাহান ৭ দিনের রিমান্ডে কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চারযাত্রী নিহত বন্যার্তদের পাশে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেখ হাসিনাসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা তিস্তার পানিবন্টন চুক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতেই হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর উত্তরে ডেঙ্গু সচেতনতায় যুবদলের কর্মসূচি মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার  সাবেক ভূমিমন্ত্রীকে অস্ত্রসহ গ্রেপ্তার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় কমিটি গঠন কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে’ পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের নামে হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহারের আহবান ডিআরইউর সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার এবার বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার সাবেক মন্ত্রী ও এক এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে: প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ আড়াই বছরেই বিদায় নিলো আউয়াল কমিশন স্বামী, সন্তানসহ শিরীন শারমিনের ব্যাংক হিসাব তলব বসুন্ধরার কর্ণধার আকবর-আনভীরের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি হাসিনা পতনের একমাস পূর্তিতে ‘শহীদি মার্চ’ শুরু ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮ ফিলিস্তিনি ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ জামিনে মুক্ত রিজেন্ট সাহেদ বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তানবিজয়ী বীরদের বরণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ সচিবদের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস আশুলিয়ায় ৬০ গার্মেন্টস কারখানা ছুটি, গাজীপুরে সড়ক অবরোধ ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে ডিএনসিসির ১০ টিম ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান ’সম্প্রতি আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার’ শিক্ষার্থীদের গায়ে ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস মেট্রোপলিটন পুলিশে ৭ নতুন কমিশনার পেছনে তাকানোর সুযোগ নেই: শফিকুর রহমান কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক চিফ হুইপ নুর ই আলম চৌধুরীকে দুদকে তলব আমিরাতে ক্ষমা পেলেন ৫৭ বাংলাদেশি পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষদিন আজ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা চান ব্যবসায়ীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই বিডিআর হত্যাকাণ্ড: হাফিজ বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ একটাই চাওয়া লাশটা যেন পরিবারের কাছে যায়: আযমী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী আ.লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে : ফারুক শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টার অভিনন্দন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে দুদকে তলব পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের বিভিন্ন দপ্তরে ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল যৌথ অভিযানের ঘোষণায় অনেকটাই শান্ত আশুলিয়ার শিল্পাঞ্চল সাংবাদিক নিপীড়নের ধারা এখনই বাদ দেওয়ার প্রস্তাব সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি শেখ হাসিনাসহ সামন্ত লাল ও ডিপজলের বিরুদ্ধে হত্যা মামলা ভিসা ছাড়া বাংলাদেশিরাও যেতে পারবেন পাকিস্তান পোশাক শিল্পের নিরাপত্তায় রাত থেকেই যৌথ অভিযান কর্তৃত্ববাদদের এ দেশের মানুষ ব্যর্থ করে দেবে: রিজভী সালাউদ্দিন-খোকন শোকজ, জবাব দিয়েছেন খোকন ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা আবারও দাম বাড়ল এলপি গ্যাসের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন সালাউদ্দিন কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়িসহ অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধান শুরু স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা বিডিআর হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও তিনদিনের রিমান্ডে গোলাপ, কারাগারে টিপু মুনশী "কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা" বসুন্ধরার এবিজির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি সম্পদের হিসেব দিতে হবে সরকারি চাকুরিজীবিদের বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকায় চাল ২৪ টাকায় আটা এনএসআই’র সাবেক ডিজি জোবায়েরের দুর্নীতির অনুসন্ধান শুরু চিকিৎসকদের “কমপ্লিট শাটডাউন” স্থগিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পলক, টুকুসহ ছয়জন আবারও রিমান্ডে গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

পুলিশ নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তিতে ঘুমাতে পারছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৯:২৫, ১৩ জুলাই ২০২৪

পুলিশ নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তিতে ঘুমাতে পারছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট)

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ, জঙ্গি, সন্ত্রাস, দুর্যোগ, বিপর্যয় সব জায়গায় এগিয়ে যায়। 

করোনার সময় ছেলে তার মায়ের দাফন কাফন করতে যায়নি, সেখানে পুলিশ এগিয়ে গিয়ে দাফন কাফন করেছে। পুলিশ সবারই হৃদয় জয় করেছে। যে দায়িত্বটি পুলিশকে দেওয়া হয়েছে, সেটি সুন্দরভাবে পালন করেছে।

 পুলিশ নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তিতে ঘুমাতে পাচ্ছি, ছেলে মেয়েরা স্কুলে যেতে পাছে, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারছে। পুলিশ জনগণকে, দেশকে ভালোবাসে। দেশের ইতিহাসকে রক্ষা করার জন্য তারা জাদুঘরও তৈরি করে, যেমনটা ময়মনসিংহেও করেছে।

আজ শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ পুলিশ লাইন্স এ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ’ ও জেলা পুলিশের প্রকল্প এর উদ্বোধন এবং ‘মুক্তিযুদ্ধে পুলিশঃ ময়মনসিংহ জেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

  অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভাগীয় ও জেলা পর্যায়েরর কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সুধীজন, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ এমন একটি জেলা শূধু বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে, সেটা বললে কম হবে। ময়মনসিংহবাসী সবসময় ভালো চিন্তা করে, দেশের চিন্তা করে সে জন্যই তারা আওয়ামী লীগকে ভালোবাসে। ভোটের মাধ্যমে সবসময় ময়মনসিংহকে জিতিয়ে নিয়ে আসছে। 

ভাষা সৈনিক শামসুল হক, অধ্যক্ষ মতিউর রহমান, গোলন্দাজসহ আরো অনেক নেতাদের নেতৃত্ব ছিল স্মরণীয়। যিনি আওয়ামী লীগকে হঋদয় দিয়ে ভালোবাসতেন বঙ্গবন্ধুও তাকে খুব ভালোবাসতেন। যারা জনপ্রিয় তারা নির্বাচনে জয় লাভ করেছেন। পুলিশের কোনো পক্ষ পাতিত্ব ছিলনা। বড় পুলিশ কর্মকর্তাদের অনেক আত্মীয় স্বজনও নির্বাচনে ফেল করেছে। এতে বুঝা যায় পুলিশ তার সঠিক দায়িত্বটি পালন করেছে। মানুষ যাকে চায় তারাই জয় লাভ করেছেন। মেয়র, উপজেলাসহ সকল নির্বাচনেই একটা অসাধারণ ভূমিকা রেখেছে পুলিশ। 

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাগণসহ গুণী ব্যক্তি যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের ইতিহাস এই জাদুঘরে স্থান পেয়েছে। পুলিশের বিবর্তনের ইতিহাসটাও খুঁজে পাওয়া যায় এখানে। রয়েছে বঙ্গবন্ধুর ইতিহাস। এই জাদুঘরে নতুন প্রজন্মরা আসলে বঙ্গবন্ধূসহ মুক্তিযুদ্ধকে জানতে পারবে। স্বাধীনতার যুদ্ধে পুলিশেরও কী ভূমিকা ছিল সেটাও জানতে পারবে। এধরনের জাদুঘর উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

এর আগে মন্ত্রী, উদ্বোধনী ফলক উন্মোচন এর মাধ্যমে জেলা পুলিশের ১১ টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো- পুলিশ লাইন্‌সের ৬ তলা ভিত বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবনের ২য়-৬ষ্ঠ তলা পর্যন্ত ঊর্ধমুখী সম্প্রসারণ কাজ,  ফুলবাড়িয়া থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, হালুয়াঘাট থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, গৌরীপুর থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, ২নং শহর পুলিশ ফাঁড়ি ভবনের ৪র্থ-৬ষ্ঠ তলার নির্মাণ কাজ, ফুলপুর থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, ১নং শহর পুলিশ ফাঁড়ি ভবনের ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, পাগলা থানায় ৬ তলা  ভিতের ১ তলা ইনচার্জ অফিসার্স কোয়ার্টার ও ৬ তলা ভিতের ৩লা ডরমিটরি ভবন নির্মাণ, পাগলা থানা ভবনের ২য় তলার আংশিক এবং ৩য় ও ৪র্থ তলার নির্মাণের অতিরিক্ত কাজ, পাগলা থানাধীন পাঁচবাগ তদন্ত কেন্দ্রের কার্যক্রম । ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ’ এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাদুঘরটি ঘুরে দেখেন। ‘মুক্তিযুদ্ধে পুলিশঃ ময়মনসিংহ জেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি  মো: শাহ আবিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে শরীফ আহমেদ এমপি, মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম এমপি, মাহমুদুল হাসান সুমন এমপি, এ বি এম আনিছুজ্জামান এমপি, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এমপি, মো: আ: মালেক সরকার এমপি, মাহমুদুল হক সায়েম এমপি, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি এহ্তেশামূল আলম, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধগণ, সাবেক সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভাগীয় আনসার, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, টুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
 

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়