বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৩তম ব্যাচের ফয়েজ আহমেদ। গত মঙ্গলবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সলিসিটর রুনা নাহিদ আকতার। ফয়েজ আহমেদ ২০০২ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সালের ২৯ মার্চ আপীল বিভাগে তালিকাভুক্ত হন। তার আদি বাড়ি হবিগঞ্জ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে ২২ বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। তাঁর স্ত্রী নিগার আহমেদও সুপ্রীমকোর্টের একজন আইনজীর।
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়