বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গত দুদিন ধরে সারাদেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতি করেছে কক্সবাজারের।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। আজ রোববারও ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে কমতে পারে আগামীকাল সোমবার থেকে।
এ দিতে বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মোড়ে মোড়ে বেড়েছে ভোগান্তি। কর্মজীবীরা গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন ছাতা নিয়ে, কেউবা ভিজে ভিজে কিংবা হাঁটুপানি মারিয়ে বাসে চড়েছেন। সবচেয়ে ভোগান্তি শিক্ষার্থীদের। তাদের চেয়েও ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের বাসিন্দারা।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানালেন, নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। এরপর কমে আসবে। আগের মতোই সমুদ্র বন্দরে ৩ এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের শঙ্কার কথাও জানান তিনি।