ঢাকা,   শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে কিছু শীতল অনুভব হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টিতে ভোগন্তিতে পড়েন পথচারীরা। 

এর আগে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়