গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পুরান ঢাকার তাঁতীবাজার মালিটোলা পার্কের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন।
বিজ্ঞপ্তিতে পুরান ঢাকার তাঁতীবাজারে মালিটোলা পার্কের সামনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সনাতনী, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের এ কর্মসূচিতে যোগদান করার আহবান জানানো হয়।
বাংলাদেশে সরকার পতনের পর থেকে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। খুলনার উৎসব মণ্ডলের ঘটনায় বিচারহীনতার বিরুদ্ধে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’র শিক্ষার্থী প্রতিনিধিরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।